বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শেরপুরে জামায়াত প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শেরপুরে জামায়াত প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

শেরপুর প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া–৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।

১৬ ডিসেম্বর সকাল ১০টায় শেরপুর উপজেলার ধুনটমোড় এলাকায় এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মুস্তাফিধ আল নাসিম, উপজেলা বায়তুলমাল সম্পাদক মো. রফিকুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মেডিকেল ক্যাম্পে অসহায় ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পাশাপাশি রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

এ বিষয়ে আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে মানবিক দায়বদ্ধতা থেকে এই আয়োজন করা হয়েছে। সমাজের অসহায় মানুষ যেন বিনা খরচে চিকিৎসা সেবা পায়, সে লক্ষ্যেই এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।


/এসকে
add