বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শেরপুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া

শেরপুরে খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের দশশিখা গ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, “দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।”

এছাড়াও বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।


এসকে
add