এনসিপির বগুড়া-৬ আসনের প্রার্থী নিয়ে তীব্র বিতর্ক
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫ ১১:১৪ এএম
এনসিপির বগুড়া-৬ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকিকে ঘিরে দলীয় অঙ্গনে তীব্র আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ‘ওয়াকি আব্দুল্লাহ’ নামে পরিচিত। প্রার্থী ঘোষণার পর থেকেই এনসিপির জেলা ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি ও ক্ষোভ প্রকাশ পাচ্ছে।
স্থানীয় নেতাকর্মীদের একটি বড় অংশের অভিযোগ—আব্দুল্লাহ আল ওয়াকির এনসিপি কিংবা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে অতীতে দৃশ্যমান সাংগঠনিক সম্পৃক্ততা নেই। তারা জানান, তিনি মূলত ‘জাতীয় শক্তি’ নামের একটি রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে পরিচিত, যা এনসিপির সংগঠন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত নয়। এ কারণে তাকে “বহিরাগত প্রার্থী” হিসেবে আখ্যায়িত করে প্রশ্ন তুলছেন তৃণমূল নেতারা।
জেলা এনসিপির কয়েকজন নেতাকর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রার্থী ঘোষণার পর থেকেই মাঠপর্যায়ে নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। তাদের দাবি, দীর্ঘদিন দলের রাজনীতি করা কর্মীদের উপেক্ষা করে এ ধরনের মনোনয়ন দেওয়ায় সাংগঠনিক মনোবলে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এছাড়া প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যমে অতীত কর্মকাণ্ড নিয়েও সমালোচনা উঠেছে। সমালোচকদের অভিযোগ, তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে ধর্মীয় বিশ্বাস, ইসলাম, মুসলিম সমাজ, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট ও মতামত প্রকাশ করা হয়েছে। তারা দাবি করেন, এসব পোস্ট এনসিপির রাজনৈতিক অবস্থান ও দেশের সামাজিক-ধর্মীয় বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।
দলীয় নেতাকর্মীদের অভিযোগ , সামাজিক মাধ্যমে তাকে ঘিরে নাস্তিকতা, ধর্মবিদ্বেষী প্রচারণা, এলজিবিটিকিউ সমর্থন ও সমকামিতার পক্ষে অবস্থান, ইসরাইল ইস্যুতে বিতর্কিত মন্তব্যসহ নানা বিষয় আলোচনায় এসেছে। পাশাপাশি দেশের প্রধান রাজনৈতিক দল ও তাদের শীর্ষ নেতৃত্ব এবং অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে চরম বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও তোলা হচ্ছে।
এ বিষয়ে জেলা এনসিপির একাধিক নেতা জানান, এসব অভিযোগ সত্য না মিথ্যা—তা যাচাই না করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তারা বলেন, তৃণমূলের উদ্বেগ ও ক্ষোভ কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে এবং বিষয়টি দলীয় ফোরামে আলোচনার দাবি উঠেছে।
এ প্রসঙ্গে এনসিপির কেন্দ্রীয় দপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে আব্দুল্লাহ আল ওয়াকির বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এনসিপির বগুড়ার একাধিক নেতা বলেন, বগুড়া-৬ আসনের মতো গুরুত্বপূর্ণ একটি নির্বাচনী এলাকায় মনোনয়ন নিয়ে সৃষ্ট বিতর্ক দলীয়ভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হতে পারে। কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি কীভাবে বিবেচনা করে—সেদিকেই এখন তাকিয়ে আছেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা।
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি