বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

সংসদ নির্বাচন উপলক্ষে পাঁচবিবিতে আচরণবিধি ও গণভোট বিষয়ক প্রচারণা

সংসদ নির্বাচন উপলক্ষে পাঁচবিবিতে আচরণবিধি ও গণভোট বিষয়ক প্রচারণা

জয়পুরহাট , পাঁচবিবি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জনাব সেলিম আহমেদ। সভায় নির্বাচনকালীন আচরণবিধির বিভিন্ন দিক, গণভোটের গুরুত্ব, ভোটারদের অধিকার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী সময়ে কোনো ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার বা আইন লঙ্ঘন গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। তাই প্রার্থী, রাজনৈতিক দল, ভোটার ও সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গণভোট প্রসঙ্গে বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণ সরাসরি মতামত প্রকাশের সুযোগ পায়। এ বিষয়ে সাধারণ মানুষকে পরিষ্কার ধারণা দিতে এবং বিভ্রান্তি দূর করতে এ ধরনের প্রচারণা কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত ভোটার ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা, ভোট প্রদানের নিয়মাবলি, আচরণবিধি লঙ্ঘনের আইনগত পরিণতি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে সহযোগিতার আহ্বান জানানো হয়।

প্রচারণা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


/এসকে
add