শহীদ হাদীর মাগফিরাত কামনায় বড়াইগ্রামে জামায়াতের দোয়া মাহফিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫ ০০:২৮ এএম
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
শহীদ উসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় নাটোরের বড়াইগ্রাম নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
স্থানীয়ভাবে আয়োজিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়াইগ্রাম উপজেলা শাখার সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম নগর ইউনিয়নের আমির হাসেম আলি মির।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ উসমান হাদীর আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যায় না; তাদের আদর্শ ও ত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ও ন্যায়ের পথে চলতে অনুপ্রাণিত করে।
প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক বলেন,
“শহীদ উসমান হাদী ইসলামী আন্দোলনের একজন সাহসী কর্মী ছিলেন। দ্বীন প্রতিষ্ঠার পথে তার ত্যাগ আমাদের জন্য অনুকরণীয়। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
বিশেষ অতিথির বক্তব্যে হাসেম আলি মির বলেন, শহীদদের রক্তের বিনিময়েই সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পথ সুগম হয়। তিনি শহীদ উসমান হাদীর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সকলকে তার আদর্শ অনুসরণ করার আহ্বান জানান।
দোয়া মাহফিলে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থক ও মুসল্লিরা অংশগ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি