পাঁচবিবিতে আজাদের ১ টাকার পিয়াজু , ২৫ বছরেও বাড়েনি দাম
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬ ০০:২২ এএম
রাফিউল ইসলাম, জয়পুরহাট (পাঁচবিবি):
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে, তখন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নীরবে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন আবুল কালাম আজাদ। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি পাঁচবিবি উপজেলার মদিনা মসজিদের সামনে মাত্র ১ টাকায় চপ ও পিয়াজু বিক্রি করে আসছেন, যা বর্তমান সময়ে প্রায় অবিশ্বাস্য।
সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রা। একসময় যে তেল, ডাল বা পেঁয়াজ সহজলভ্য ছিল, আজ তা সাধারণ মানুষের জন্য অনেক সময়ই বিলাসী পণ্যে পরিণত হয়েছে। কিন্তু এই মূল্যবৃদ্ধির স্রোতে গা ভাসাননি আবুল কালাম আজাদ। ২৫ বছর আগে যে দামে তিনি চপ-পিয়াজি বিক্রি শুরু করেছিলেন, আজও সেই একই দামে তিনি খাবার তুলে দিচ্ছেন মানুষের হাতে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আবুল কালাম আজাদের দোকানটি শুধু একটি ভাজাভুজির দোকান নয়, এটি যেন দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য এক নির্ভরতার ঠিকানা। প্রতিদিন আছরের নামাজের পর থেকে রাত ৮টা কিংবা ৯টা পর্যন্ত তার ছোট্ট দোকানটিতে ভিড় জমান শিক্ষার্থী, দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালকসহ নানা শ্রেণি-পেশার মানুষ। অনেক শিক্ষার্থী স্কুল বা মাদরাসা শেষে এখানে এসে ১ টাকায় চপ-পিয়াজু খেয়ে ক্ষুধা মেটায়।
রিকশাচালক আব্দুল মান্নান বলেন, “দিনে আয় কম হলে ভালো কিছু খাওয়া যায় না। আজাদের দোকানে ১ টাকায় চপ-পিয়াজি পেয়ে অন্তত পেটে কিছু যায়। আল্লাহ যেন উনাকে ভালো রাখেন।”
এ বিষয়ে আবুল কালাম আজাদ নিজে বলেন, তিনি কখনো বড় লাভের কথা ভাবেননি। মানুষের কষ্ট লাঘব করাই তার মূল লক্ষ্য। তিনি বলেন, “আমি নিজেও একসময় কষ্টের মধ্যে ছিলাম। তখন বুঝেছি, সামান্য সাহায্যও মানুষের জন্য কত বড় স্বস্তি হতে পারে। তাই চেষ্টা করি, যতদিন পারি ১ টাকাতেই চপ-পিয়াজু বিক্রি করতে।”
তিনি আরও জানান, অনেক সময় লাভ তো দূরের কথা, খরচই উঠে না। তবুও মানুষের মুখে হাসি দেখলে সব কষ্ট ভুলে যান। তার মতে, “মানুষের দোয়া আর ভালোবাসাই আমার সবচেয়ে বড় সম্পদ।”
এলাকাবাসীর কাছে আবুল কালাম আজাদ কেবল একজন খাবার বিক্রেতা নন, বরং তিনি সততা, ত্যাগ ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ। স্থানীয় অনেক সচেতন নাগরিক মনে করেন, এমন মানুষের গল্প নতুন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে পারে।
পাঁচবিবির মদিনা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা এই ১ টাকার চপ-পিয়াজুর দোকান আজ শুধু খাবারের দোকান নয়—এটি দীর্ঘ ২৫ বছরের ত্যাগ, সংগ্রাম এবং মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত স্মারক হয়ে আছে।
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি