বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

খালেদা জিয়ার রুহের মাগফিরাত দোয়া মাহফিল

খালেদা জিয়ার রুহের মাগফিরাত দোয়া মাহফিল

সাদ আব্দুল্লাহ, জয়পুরহাট:

আপোষহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মাসুদ রানা প্রধান। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা, নারী উন্নয়নে মহিলা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, কৃষকদের ঋণ মওকুফসহ নানা জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি দেশের ইতিহাসে অনন্য অবদান রেখে গেছেন। বক্তারা মহান রব্বুল আলামীনের কাছে দোয়া করেন, যেন এই মহীয়সী নারীকে জান্নাতের উচ্চ মাকাম দান করা হয়।

শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনার মাধ্যমে দোয়া মাহফিল ও আলোচনা সভার সমাপ্তি ঘটে।


এসকে
add