বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

বগুড়ার এরুলিয়ায় মানবাধিকার কমিশনের নতুন কমিটির অভিষেক ও শীতবস্ত্র বিতরণ

বগুড়ার এরুলিয়ায় মানবাধিকার কমিশনের নতুন কমিটির অভিষেক ও শীতবস্ত্র বিতরণ

বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন ও মানবতার সেবা ফাউন্ডেশন। একই সঙ্গে বাংলাদেশ মানবাধিকার কমিশনের এরুলিয়া ইউনিয়ন শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৩টায় এরুলিয়া ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদর দপ্তরের গভর্নর ও আজীবন সদস্য আলহাজ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বগুড়া জেলা শাখার সভাপতি নুরুন্নবী বুলু ও সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় সভাপতি ও সিনিয়র সাংবাদিক মমিনুর রশিদ শাইন।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের এরুলিয়া ইউনিয়ন শাখার নবনির্বাচিত সভাপতি রায়হান আলীর সভাপতিত্বে বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মানবিক দায়িত্ববোধ থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নবগঠিত কমিটির মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে মানবাধিকার কার্যক্রম আরও সক্রিয় হবে বলেও তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানটি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।


আরআই
add