বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

বগুড়ার সারিয়াকান্দিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

বগুড়ার সারিয়াকান্দিতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

বগুড়ার সারিয়াকান্দিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারী) বিকেলে উপজেলার দিঘলকান্দি গ্রামের মাজেদা খাতুন কওমি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল সারিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি জুলফিকার আলম। এতে প্রধান অতিথি বা বক্তা না থাকলেও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাফরুল সাদিক, সিনিয়র সহ-সভাপতি আখতারুজ্জামান, সহ-সভাপতি নিয়ামুল হাবীব ও সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন। আরও ছিলেন পৌর শাখার সভাপতি সামিউল ইসলাম সনি, সদর ইউনিয়ন শাখার সভাপতি আসাদুজ্জামান রঞ্জু ও সাধারণ সম্পাদক রাশেদ মণ্ডল, ফুলবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জুয়েল রহমান, কুতুবপুর ইউনিয়ন শাখার সভাপতি জাহাঙ্গীর আলম এবং কাজলা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল হামিদ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।


আরআই
add