বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

বগুড়ার সারিয়াকান্দিতে আবুল কাশেম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

বগুড়ার সারিয়াকান্দিতে আবুল কাশেম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম। 

তিনি উপজেলার কুতুবপুর ইউনিয়নের সোলারতাইর কাসেমুল উলুম দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষা ক্ষেত্রে ধারাবাহিক অবদান ও প্রশাসনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। এর আগেও তিনি তিনবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন। ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালেও একই অর্জন তাঁর ঝুলিতে আসে।

এবারের স্বীকৃতির মাধ্যমে সোলারতাইর কাসেমুল উলুম দাখিল মাদ্রাসাও চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হলো।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় আবুল কাশেম বলেন, এই অর্জন একক নয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এটি সম্ভব হয়েছে। আগামীতেও শিক্ষা কার্যক্রমের মান ধরে রাখতে তিনি সবার পরামর্শ, সহযোগিতা ও দোয়া কামনা করেন।


আরআই
add