বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

জযপুরহাট জেলা শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার (১৪ জানুযারি) শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন ছাত্রশিবিরের নেতারা।

এ সময় বক্তারা বলেন, ইসলামী ছাত্রশিবির অতীতেও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। বর্তমানেও তা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা চলবে। শিক্ষার্থীদের পাশে থেকে তাদের পড়াশোনা ও জীবনযাত্রা সহজ করতে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি তারেক হোসেন, সেক্রেটারি আশরাফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।


জেলা প্রতিনিধি, জয়পুরহাট
add