চার মামলায় সাবেক এমপি রিপুর জামিন নামঞ্জুর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২৫ ২০:১৫ পি এম
বগুড়া-৬ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুকান্ত সাহা পৃথক আবেদন শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।
বগুড়ার কোর্ট পরিদর্শক মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক এমপি রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলার জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
রিপুর বিরুদ্ধে মামলাগুলো হলো- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বগুড়ায় পৃথক স্থানে ছাত্র-জনতার মিছিলে গুলি, পেট্রলবোমা নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ শিমুল এবং কমর উদ্দিন হত্যা এবং বিস্ফোরক দ্রব্যাদি আইনের পৃথক ৪টি মামলা।
এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বছরের ১৮ ডিসেম্বর রাতে র্যাব-১৪ এর একটি দল নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় রাগেবুল আহসান রিপুকে গ্রেপ্তার করে নেত্রকোনা সদর মডেল থানায় সোপর্দ করেন। পরে ২০ ডিসেম্বর সকালে তাকে বগুড়ায় আনা হয়েছে। পরে তিনি বগুড়া জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে প্রথমে শজিমেক হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রাগেবুল আহসান রিপু।
গণঅভ্যুত্থানের আগের দিন গত ৪ আগস্ট বগুড়া শহরের কালিতলা এলাকায় সাবেক এই এমপি রাগেবুল আহসান রিপুর বাড়িতে কয়েক দফায় ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। ওইদিন থেকে সপরিবারে গা ঢাকা দেন তিনি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের পর বগুড়ার বিভিন্ন থানায় রাগেবুল আহসান রিপুর বিরুদ্ধে হত্যাসহ ১৩টি মামলা করা হয়েছে।
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি