গাবতলীতে জামায়াতে অফিস উদ্বোধন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৪ জানুয়ারী, ২০২৬ ১৮:০০ পি এম
বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী। এ সময় উপজেলা আমীরসহ বিভিন্ন ইউনিয়ন আমীর ও দলের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংহত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি পরিচালনার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে গাবতলীসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি