বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

গাবতলীতে জামায়াতে অফিস উদ্বোধন

গাবতলীতে জামায়াতে অফিস উদ্বোধন

বগুড়ার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী। এ সময় উপজেলা আমীরসহ বিভিন্ন ইউনিয়ন আমীর ও দলের স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংহত করতে এই কার্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ইসলামী আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ধারায় রাজনীতি পরিচালনার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে গাবতলীসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।


এসকে
add