বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

বগুড়ায় গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণায় শিবিরের কেন্দ্রীয় নেতা

বগুড়ায় গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণায় শিবিরের কেন্দ্রীয় নেতা

বগুড়ার শেরপুর উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় জনসংযোগ ও প্রচারণা কর্মসূচিতে তিনি অংশ নেন। এ সময় হারুনুর রশিদ রাফি বলেন, জুলাইয়ের ধারাকে অব্যাহত রাখতে এবং দেশের স্বার্থে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন।

প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বগুড়া জেলা পূর্ব শাখার সভাপতি জোবায়ের আহমেদ নাহিদ, প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রবিন, শেরপুর শহর শাখার সভাপতি রাফিউজ্জামান রাফি, শেরপুর উত্তর শাখার সভাপতি সৈকত ইসলাম সবুজ এবং শেরপুর দক্ষিণ শাখার সভাপতি তানজিল হাসানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে পথচারী ও স্থানীয় মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয় এবং গণভোটে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


আরআই
add