বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

বগুড়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বগুড়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বগুড়ার দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পারভেজ প্রামানিক (২৫)। তিনি শিবগঞ্জ উপজেলার কুড়াহার গ্রামের পারুল প্রামানিকের ছেলে। পারভেজ একটি কাগজ কারখানায় কর্মরত ছিলেন এবং শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্র জানায়, সকালে মোটরসাইকেলযোগে দুপচাঁচিয়ার দিকে আসার সময় মেইল বাসস্ট্যান্ড এলাকায় পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডার বা বিটের সঙ্গে সংঘর্ষে পড়েন। ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা দ্য লাইফ সেভিং ফোর্স দুপচাঁচিয়া শাখাকে জানালে তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পারভেজকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কিছু সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরআই
add