বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

বগুড়ার শাজাহানপুরে অধ্যক্ষ ইসমাইল হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

বগুড়ার শাজাহানপুরে অধ্যক্ষ ইসমাইল হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ঐতিহ্যবাহী ডোমনপুকুর আমিনীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ইসমাইল হোসেন। 

শিক্ষা প্রশাসনে দক্ষতা, আন্তরিকতা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ধারাবাহিক ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

এই গৌরবজনক অর্জনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা জানান, অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ডোমনপুকুর আমিনীয়া কামিল মাদরাসা পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সম্মানিত অধ্যক্ষের সুস্বাস্থ্য ও ভবিষ্যতে আরও সাফল্য কামনা করা হয়।


আরআই
add