বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, নারী কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, নারী কারবারি গ্রেপ্তার

জয়পুরহাট জেলার রেললাইন সংলগ্ন রেলপট্টি এলাকায় জেলা প্রশাসক আল মামুনের উপস্থিতিতে সেনাবাহিনী, পুলিশ ও ডিবির সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১২ জানুয়ারী) এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে রেলপথসংলগ্ন বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় বিক্রয়রত অবস্থায় এক নারী মাদককারবারিকে আটক করা হয়।

অভিযান সম্পর্কে সেনাবাহিনীর ক্যাপ্টেন ওয়াজেদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন গোষ্ঠী নাশকতার পরিকল্পনা করছে। সেই প্রেক্ষিতেই সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান উপস্থিত ছিলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নাশকতা রোধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।


আরআই
add