বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬ ২২:৩১ পি এম
বগুড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদরাসা) হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান।
তিনি ২০১৩ সাল থেকে শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দুই বছর দামগাড়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ছিলেন। শিক্ষা ও ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (মাদরাসা) হিসেবে স্বর্ণপদক অর্জন করেন। এ ছাড়া জাতীয় শ্রেষ্ঠ ইমাম হিসেবেও তিনি দুইবার পদক পেয়েছেন।
তার দূরদর্শী নেতৃত্ব ও সুষ্ঠু পরিচালনায় শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদরাসা মাদরাসা বোর্ডের অধীনে ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করে সুনাম কুড়িয়েছে। প্রতিষ্ঠানটি উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ও স্বনামধন্য দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় মাওলানা হাফিজুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং তাঁর শুভানুধ্যায়ীরা।
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি