শাজাহানপুর বিএনপি কার্যালয়ে আ.লীগের শুভেচ্ছা পোস্টার!
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২৫ জুন, ২০২৫ ২১:৫২ পি এম
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির কার্যালয়ের (মাঝিড়া) দেয়ালসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সাঁটানো হয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার। এতে বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে শুরু হয় চাঞ্চল্য। বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিষয়টি পৌঁছাতেই তৈরি হয় তীব্র উত্তেজনা।
বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, রাতের আঁধারে পরিকল্পিতভাবে স্থানীয় আওয়ামী লীগের কিছু কর্মী এ কাজ করেছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক সোহরাব হোসেন সান্নু বলেন, পোস্টার লাগানোতে কোনো প্রতিহিংসার বিষয় নেই।
উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি আলী ইমাম ইনোকি বলেন, আমরা শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। বিএনপির প্রতি শুভেচ্ছা জানাতেই তাদের কার্যালয়ে পোস্টার লাগানো হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন বলেন, একটি নিষিদ্ধ ঘোষিত দলের কার্যক্রম চালানোর কোনো অধিকার নেই। আওয়ামী লীগের পোস্টার লাগিয়ে আমাদের উসকানি দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা প্রশাসনের কাছে তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানাই।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে তাদের মতে ঘটনাটি ঘটে যাওয়ার পর পোস্টারগুলো সরিয়ে ফেলা হয়েছে, তাই কোনো পোস্টার তারা পাননি।
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি