জেল থেকে বের হয়েই স্ত্রীকে নিয়ে বাইকে ঘুরলেন নোবেল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৫ জুন, ২০২৫ ২২:৫৩ পি এম
কারামুক্ত হয়েছেন ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া গায়ক মাইনুল আহসান নোবেল। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
এর আগে মঙ্গলবার (২৪ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহাবুবের আদালত নোবেলের জামিন মঞ্জুর করেন।
এদিকে জামিনের খবর পেয়ে নোবেলকে তার নবাগত স্ত্রী প্রিয়া নিতে আসেন। পরে কারামুক্তির পর তারা একসঙ্গে মোটরসাইকেলে কারা চত্বরে কিছুক্ষণ ঘুরে বেড়ান। এ সময় দুজনকেই হাসিখুশি দেখা যায়।
এদিকে সামাজিক মাধ্যমে নোবেলের একটি ছবি পোস্ট করে 'নোবেলম্যান' পেজের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘গর্জন ফিরে এসেছে, নীরবতা শেষ হয়েছে। নোবেল ভাই আবার মঞ্চে ফিরে এসেছেন ঝড় তুলতে। নোবেল ভাই আবার তোমার মনে ঝড় তুলতে এসেছে।’
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম নোবেলের প্রসঙ্গে বলেছেন, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে আজ সকাল সাড়ে ৯টার দিকে নোবেলকে মুক্তি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ইডেন কলেজের এক ছাত্রীর করা ধর্ষণ মামলায় গত ২০ মে থেকে কারাগারে বন্দি নোবেল। এই গায়কের বিরুদ্ধে অভিযোগ, সেই নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেছেন তিনি। এই মামলায় গ্রেপ্তার হয়ে আদালতের রায়ে বর্তমানে কারাগারেই আছেন নোবেল।
এরপর ধর্ষণ মামলায় গ্রেপ্তার গায়ক নোবেলকে মামলার বাদী সেই নারীকে বিয়ে করার আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার গত বুধবার এ আদেশ দেন।
পরদিন বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে কারাগারে অনুষ্ঠিত হয় নোবেল ও সেই নারীর বিয়ের আনুষ্ঠানিকতা। আদালতের নির্দেশনা অনুযায়ী, কারা কর্তৃপক্ষের উপস্থিতিতেই এই বিয়ে সম্পন্ন হয়।
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি