বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

হাদির ওপর হামলার প্রতিবাদ

শেরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

শেরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে শেরপুর পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলসহ পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে এ ধরনের হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি। তারা ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।


/এসকে
add