ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শেরপুরে বিক্ষোভ
- তারেক রহমান, শেরপুর
- প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫ ১৮:৪৫ পি এম
শেরপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ জনগণ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা শেরপুর বাসস্ট্যান্ড শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে সাধারণ জনগণের পাশাপাশি আলেম-ওলামা, এনসিপি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ও এনসিপি শেরপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাইমুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাকিবুল ইসলাম রবিন এবং শেরপুর শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল।
বক্তারা বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে ভবিষ্যতে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে তারা প্রস্তুত বলেও জানান।
সমাবেশ শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দোয়া করে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি