গরু চুরির মামলায় মোশাররফের সহযোগী বিএনপি নেতা গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫ ২৩:৩৪ পি এম
নওগাঁর আত্রাই উপজেলায় সংঘটিত গরু চুরির মামলায় বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহ্ (৩২)–কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল গফুর শাহ্ কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ গ্রামের আবুল হোসেন শাহের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়। ঘটনার পর নওগাঁ জেলা ডিবি পুলিশ ও আত্রাই থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় প্রথমে ছোটন প্রামাণিক নামে এক চোরকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে গত ২৩ মার্চ রাতে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নে আব্দুল গফুর শাহের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানে তার গোয়ালঘর থেকে মোট ১৩টি গরু উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি গরু আত্রাই উপজেলা থেকে চুরি হওয়া বলে শনাক্ত করেছে পুলিশ। উদ্ধারকৃত বাকি গরুগুলোও বিভিন্ন এলাকা থেকে চুরি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গ্রেপ্তারের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে আব্দুল গফুরকে বগুড়া–৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোশাররফের ঘনিষ্ঠ হিসেবে দেখা যাচ্ছে। স্থানীয়ভাবে তিনি মোশাররফের বিশ্বস্ত সহযোগী হিসেবেই পরিচিত বলে জানা গেছে। বিষয়টি নিয়ে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
এই মামলার প্রেক্ষিতে আজ দুপুরে কাহালু থানা পুলিশ পুনরায় অভিযান চালিয়ে আব্দুল গফুর শাহকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কাহালু থানার হেফাজতে রয়েছেন এবং তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। মামলার তদন্ত ও প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি