দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী সোহাগ নিহত
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫ ০০:০৪ এএম
মোস্তাকিম বিল্লাহ্ , দুপচাঁচিয়া:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. সোহাগ (১৬) নামে এক সাইকেল আরোহী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে দুপচাঁচিয়া–আক্কেলপুর সড়কের হাজী সারের গোডাউনের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত সোহাগ দুপচাঁচিয়া সদর ইউনিয়নের মাটিহাঁস তেতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের মো. মোক্তার হোসেনের ছেলে। তিনি প্রতিদিনের মতো কাজ শেষে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে সোহাগ সাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দিলে হাজী সারের গোডাউনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মিনি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সোহাগ সাইকেলসহ সড়ক থেকে ছিটকে পড়ে যান এবং মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
একটি তাজা প্রাণের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে নিহতের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। পাশাপাশি পুরো গ্রামজুড়ে শোকের ছায়া বিরাজ করছে।
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি