শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
- তারেক রহমান, শেরপুর
- প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫ ০০:১২ এএম
বগুড়ার শেরপুর উপজেলায় স্থানীয় যুবলীগ নেতা মো: আতাঊর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আতাঊর রহমান মহির উদ্দিনের পুত্র এবং শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে শেরপুর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আতাঊর রহমানকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তিনি নিজ গ্রাম বোয়াল কান্দীতে অবস্থান করছিলেন। অভিযানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে পুলিশ জানিয়েছে।
শেরপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আতাঊর রহমান ২০২৪ সালে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে। মামলার তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করা হলেও অভিযোগের ধরন ও মামলার বিস্তারিত তথ্য তদন্তাধীন থাকায় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
গ্রেপ্তারের পর থানায় নেওয়া হলে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতে হাজিরের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলী বলেন,“২০২৪ সালের একটি মামলার পরিপ্রেক্ষিতে আতাঊর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি