বগুড়া–৫ আসনে জামায়াত প্রার্থী দবিবুর রহমানের মনোনয়ন উত্তোলন
- তারেক রহমান, শেরপুর
- প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫ ১১:৪৫ এএম
বগুড়া–৫ (শেরপুর–ধুনট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো.দবিবুর রহমান মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শেরপুর উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন উত্তোলন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা শান্তিপূর্ণভাবে স্লোগান দেন এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা মানসুর রহমান, ধুনট উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মুস্তাফিধ আল নাসিম, শেরপুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ইফতেখার আলমসহ শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়ন উত্তোলনের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জামায়াত প্রার্থী আলহাজ্ব মাওলানা মো. দবিবুর রহমান বলেন, শেরপুর ও ধুনটের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করা, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নই তার মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে তিনি সততা, দক্ষতা ও আমানতদারিতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি