বগুড়া-৪ আসনে জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফয়সালের মনোনয়নপত্র দাখিল
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫ ০০:০৪ এএম
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ কাহালু ও নন্দীগ্রাম উপজেলায় পৃথকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুর ১২টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নূরুল ইসলাম মন্ডল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম রাজু, নন্দীগ্রাম উপজেলা জামায়াতের নায়েবে আমির আলহাজ মো. আনোয়ার হক, নায়েবে আমির আব্দুল মালেক, সেক্রেটারি মো. গোলাম রব্বানী, ড. আবু সালেহ মামুন, সাবেক ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ মানিক, মো. আব্দুস ছাত্তার, শেখ সাদি, যুবনেতা মো. আব্দুল কাদের, আব্দুল আলীম, মাওলানা জুলফিকার, মাওলানা আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া একই দিন বিকেল ৩টায় কাহালু উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাশপিয়া তাসরিনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক, নায়েবে আমির আব্দুল বাসেত, নায়েবে আমির আব্দুল হাকিম সরকার, এনসিপি বগুড়া জেলা শাখার সদস্য সচিব সুলতান মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসি জীম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মিজানুর রহমান, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পশ্চিম সভাপতি সাইয়েদ কুতুব সাব্বিরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র দাখিল শেষে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, জনগণ দীর্ঘদিন পর ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করবে।
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি