বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

বগুড়া–১ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বগুড়া–১ আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বগুড়া–১ (সারিয়াকান্দি–সোনাতলা) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত দুই প্রার্থী পৃথকভাবে তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টা ৩০ মিনিটে বিএনপি মনোনীত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিকুল ইসলাম সারিয়াকান্দি উপজেলা পরিষদ কার্যালয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে তাঁর সঙ্গে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিনে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির। তিনি বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে কাজী রফিকুল ইসলাম বলেন, জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবে।

এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি বদ্ধপরিকর। জনগণের সমর্থন পেলে তিনি এলাকার উন্নয়ন ও জনস্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিএনপি সব সময় জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে আসছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপির প্রার্থীদের প্রতি আস্থা রাখবে।

মনোনয়নপত্র দাখিল ঘিরে সারিয়াকান্দি ও সোনাতলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


/এসকে
add