বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

সম্পদের দিক থেকে কে এগিয়ে বগুড়া–৫ আসনে!

 সম্পদের দিক থেকে কে এগিয়ে বগুড়া–৫ আসনে!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া–৫ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন প্রার্থী। তাদের জমা দেওয়া নির্বাচনী হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, সম্পদের দিক থেকে প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে।

হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী, সম্পদের দিক থেকে শীর্ষে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।

তার নিজ নামে বর্তমানে নগদ অর্থ রয়েছে ৪ কোটি ৯৪ লক্ষ ৬৫ হাজার ৭৭৮ টাকা। তার স্ত্রীর নামে নগদ অর্থ রয়েছে ১ লক্ষ ১০ হাজার ৭০৪ টাকা এবং নির্ভরশীলদের নামে নগদ অর্থ রয়েছে ১ কোটি ৮৬ লক্ষ ৪২ হাজার ৯৩৯ টাকা।

অস্থাবর সম্পদের হিসাবে দেখা যায়, গোলাম মোহাম্মদ সিরাজের নিজ নামে মোট অস্থাবর সম্পদের পরিমাণ ১৪৩ কোটি ১০ লক্ষ ৬০ হাজার ২৮০ টাকা। তার স্ত্রীর নামে অস্থাবর সম্পদ রয়েছে ৪৭ কোটি ৫৭ লক্ষ ৩১ হাজার ৬৮০ টাকা এবং নির্ভরশীলদের নামে অস্থাবর সম্পদের পরিমাণ ৭ কোটি ৮১ লক্ষ ৭৩ হাজার ৬৮২ টাকা।

সম্পদের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা মো. দবিবুর রহমান। তার হলফনামা অনুযায়ী, তার কাছে নগদ অর্থ রয়েছে ৫৩ লক্ষ ১৪ হাজার ৪০২ টাকা। তার স্ত্রীর নামে নগদ অর্থ রয়েছে ১ লক্ষ ৪ হাজার ৭৪১ টাকা। ব্যাংকে জমা রয়েছে ২ কোটি ৫১ লক্ষ ৩৯৩ টাকা।

মাওলানা দবিবুর রহমানের নিজ নামে মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ১৯ লক্ষ ৯৫ হাজার ৭৯৫ টাকা, আর তার স্ত্রীর নামে অস্থাবর সম্পদের পরিমাণ ১ কোটি ৭১ লক্ষ ৩১ হাজার ৭৭৬ টাকা।

তৃতীয় স্থানে রয়েছেন এলডিপি মনোনীত এমপি প্রার্থী খান কুদরতই সাকলায়েন।
তার হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার কাছে নগদ অর্থ রয়েছে ৫ লক্ষ ৪০ হাজার টাকা। তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ ২ কোটি ৬ লক্ষ ২৪ হাজার ১৩৯ টাকা।

চতুর্থ স্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী মীর মাহমুদুর রহমান চুন্নু। তার কাছে নগদ অর্থ রয়েছে ১৭ লক্ষ ৩৪ হাজার টাকা এবং তার মোট অস্থাবর সম্পদের পরিমাণ ১৯ লক্ষ ৩৪ হাজার টাকা।

সবচেয়ে কম সম্পদের মালিক হিসেবে হলফনামায় উল্লেখ রয়েছে কমিউনিস্ট পার্টি মনোনীত এমপি প্রার্থী শিপন রবি দাসের নাম। তার কাছে নগদ অর্থ রয়েছে ১ লক্ষ টাকা। তার নিজ নামে মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৭ লক্ষ ১৩ হাজার ৩১৪ টাকা এবং তার স্ত্রীর নামে অস্থাবর সম্পদের পরিমাণ ৩ লক্ষ ৪৫ হাজার ৪৩৩ টাকা।

নির্বাচনী হলফনামায় দেওয়া এসব তথ্য অনুযায়ী, বগুড়া–৫ আসনে প্রার্থীদের আর্থিক অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য স্পষ্টভাবে ফুটে উঠেছে।


/এসকে
add