খালেদা জিয়ার আসনে ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টন
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ৩ জানুয়ারী, ২০২৬ ২৩:৫৮ পি এম
বিএনপির জন্মভূমি হিসেবে পরিচিত বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বেগম খালেদা জিয়ার পক্ষেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল। তবে তার মৃত্যুতে প্রার্থী পরিবর্তনের প্রয়োজন হলে দল বিকল্প হিসেবে মোরশেদ মিল্টনকে মনোনয়ন দেয়।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
দলীয় সূত্র জানায়, মোরশেদ মিল্টন বর্তমানে বগুড়া জেলা বিএনপির সহসভাপতি এবং গাবতলী উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি গাবতলী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে বগুড়া-৭ আসনে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে তিনি সক্রিয় রয়েছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, গাবতলী ও শাজাহানপুর এলাকায় মোরশেদ মিল্টন একজন পরিচিত মুখ। রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করার পাশাপাশি দমন-পীড়নের শিকার নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর নজিরও রয়েছে তার।
মনোনীত প্রার্থী মোরশেদ মিল্টন বলেন, দীর্ঘ ১৭ বছর তিনি বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে গাবতলী-শাজাহানপুরের মানুষের পাশে ছিলেন। নির্বাচিত হলে তার আদর্শ অনুসরণ করে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
/এসকে
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি