বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

শেরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

শেরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন

বগুড়া জেলার গুরুত্বপূর্ণ উপজেলা শেরপুরে উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রদল এই কমিটিগুলোর অনুমোদন দিয়েছে।
আজ বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সন্ধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৮৫ সদস্যবিশিষ্ট শেরপুর উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে আহসান হাবীব আরমানকে আহ্বায়ক এবং শাহাদাত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

একই সঙ্গে শেরপুর পৌর ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটিও অনুমোদন দেওয়া হয়। এতে নাসিব ওয়াহিদ প্রান্তকে আহ্বায়ক এবং রাকিবুল হাসান রাব্বীকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত শেরপুর উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন বগুড়া–৫ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ এবং শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ্ব জানে আলম খোকা।


এসকে
add