বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

বগুড়া-৭ আসনে নির্বাচনী উন্নয়ন ভাবনা তুলে ধরলেন জামায়াতের গোলাম রব্বানী

বগুড়া-৭ আসনে নির্বাচনী উন্নয়ন ভাবনা তুলে ধরলেন জামায়াতের গোলাম রব্বানী

বগুড়া-০৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে জনগণের প্রত্যাশা প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গোলাম রব্বানী নির্বাচনী উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তুলে ধরেন তিনি।
গোলাম রব্বানী বলেন, গত ১৫–১৬ বছরে বগুড়ায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তিনি উল্লেখ করেন, মাঝিরায় এখনো কোনো ফ্লাইওভার নেই এবং এলাকাটি পৌরসভা হিসেবে গড়ে ওঠেনি।

তিনি আরও বলেন, এলাকায় দুটি স্বাস্থ্যকমপ্লেক্স থাকলেও প্রয়োজনীয় ওষুধ ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া যায় না। জনগণ তাকে নির্বাচিত করলে এসব খাতে সংস্কারসহ সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।

শাজাহানপুর–গাবতলী অঞ্চল কৃষিভিত্তিক উল্লেখ করে গোলাম রব্বানী বলেন, কৃষিখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, “জুলাই সনদে হ্যাঁ ভোট দিলে কেউ আর স্বৈরাচার হতে পারবে না।” সকলকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোট দিয়ে চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


আরআই
add