বগুড়া-৭ আসনে নির্বাচনী উন্নয়ন ভাবনা তুলে ধরলেন জামায়াতের গোলাম রব্বানী
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬ ২২:১৮ পি এম
বগুড়া-০৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে জনগণের প্রত্যাশা প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী গোলাম রব্বানী নির্বাচনী উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তুলে ধরেন তিনি।
গোলাম রব্বানী বলেন, গত ১৫–১৬ বছরে বগুড়ায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। তিনি উল্লেখ করেন, মাঝিরায় এখনো কোনো ফ্লাইওভার নেই এবং এলাকাটি পৌরসভা হিসেবে গড়ে ওঠেনি।
তিনি আরও বলেন, এলাকায় দুটি স্বাস্থ্যকমপ্লেক্স থাকলেও প্রয়োজনীয় ওষুধ ও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়া যায় না। জনগণ তাকে নির্বাচিত করলে এসব খাতে সংস্কারসহ সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
শাজাহানপুর–গাবতলী অঞ্চল কৃষিভিত্তিক উল্লেখ করে গোলাম রব্বানী বলেন, কৃষিখাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি তিনি জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, “জুলাই সনদে হ্যাঁ ভোট দিলে কেউ আর স্বৈরাচার হতে পারবে না।” সকলকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোট দিয়ে চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আরআই
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি