বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

বগুড়ায় যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে জামায়াতের ফুটবল টুর্নামেন্ট

বগুড়ায় যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে জামায়াতের ফুটবল টুর্নামেন্ট

যুব সমাজকে সুস্থ শরীর ও সুন্দর মানসিকতায় গড়ে তুলতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 শনিবার (১০ জানুয়ারি) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা ফাছিহুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি রাজু আহমেদ। এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মী এবং স্থানীয় খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। এই যুবকদের মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও তৈরি হয়।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে এই যুবকরাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের সুস্থ দেহ ও মন গঠনে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবকদের সঠিক পথে রাখার পাশাপাশি সমাজকে আরও সচেতন করে তুলবে বলে মত দেন তারা।

টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।


আরআই
add