বগুড়ায় যুবকদের শারীরিক ও মানসিক বিকাশে জামায়াতের ফুটবল টুর্নামেন্ট
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশ: ১০ জানুয়ারী, ২০২৬ ২৩:০২ পি এম
যুব সমাজকে সুস্থ শরীর ও সুন্দর মানসিকতায় গড়ে তুলতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (১০ জানুয়ারি) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দপুর ইউনিয়ন শাখার আমির মাওলানা ফাছিহুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন শাখার সেক্রেটারি রাজু আহমেদ। এ ছাড়া ইউনিয়ন ও ওয়ার্ড শাখার নেতাকর্মী এবং স্থানীয় খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো যুব সমাজ। এই যুবকদের মাদক, অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও তৈরি হয়।
বক্তারা আরও বলেন, ভবিষ্যতে এই যুবকরাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের সুস্থ দেহ ও মন গঠনে সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবকদের সঠিক পথে রাখার পাশাপাশি সমাজকে আরও সচেতন করে তুলবে বলে মত দেন তারা।
টুর্নামেন্টকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আরআই
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি