বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,

বগুড়ায় যুবকদের মাঝে ভলিবল বিতরণ করল জামায়াত

বগুড়ায় যুবকদের মাঝে ভলিবল বিতরণ করল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুসুম্বী ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) তাজপুর গ্রামে যুবকদের মাঝে ভলিবল বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে ভলিবল বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি আলহাজ মুস্তাফিজ আল নাসিম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুসুম্বী ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল ইসলাম সাখাওয়াত এবং সেক্রেটারি আব্দুল হালিম।

ভলিবল বিতরণকালে আলহাজ মুস্তাফিজ আল নাসিম বলেন, যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। কিন্তু দুঃখজনকভাবে আজকের যুবসমাজ খেলাধুলা থেকে অনেকটাই দূরে সরে গেছে। আমরা চেষ্টা করছি যুবকদের মাঠে ফিরিয়ে আনতে এবং তাদের মাদক থেকে দূরে রাখতে।

এ সময় উপস্থিত যুবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে সময়োপযোগী আখ্যা দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ জানান।


add