স্বামীকে নিয়ে জমি দখলের চেষ্টা নায়িকা পপির
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ৩ ফেব্রুয়ারী, ২০২৫ ২২:৪০ পি এম
ঢাকাই ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ নিয়ে তার বিরুদ্ধে থানায় জিডি করেছেন নায়িকার বোন ফিরোজা পারভীন। সোমবার (৩ ফেব্রুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়।
জিডির সূত্র ধরে জানা যায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপনসহ সোমবার বেলা ১২টা ৩০ মিনিটের দিকে সোনাডাঙ্গা থানাধীন শিববাড়ি, ভাড়াটিয়া বাড়ির সামনে হাজির হন। বাধা দিলে একপর্যায়ে ফিরোজা পারভীনসহ সবাইকে হুমকি দেন পপি ও তার স্বামী।
বিষয়টি নিয়ে পপির মা মরিয়ম বেগম কালবেলাকে বলেন, আমার মেয়েটা আগে ভালোই ছিল। কিন্তু বিয়ের পর ৫-৬ বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব। পপির মেজবোন ফিরোজা পারভীন বলেন, আমরা ৪ বোন, ২ ভাই। পপি সবার বড়। সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে অনেক বছর ধরেই। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি পপির মাধ্যমে। পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের পেশিশক্তির ভয় দেখানো হয়েছে। বিষয়টি নায়ক আলমগীর, জায়েদ খানসহ আরও দুয়েকজন জানেন। সব জানার পর আলমগীর সাহেব পপিকে বিষয়টি সমাধানের কথা বলেছিলেন। কিন্তু পপি কোনো কিছুতেই থাকছে না। সবার জমি সে একাই দখল করতে চায়।
তিনি আরও বলেন, স্বামীসহ পপি খুলনায় অবস্থান করছেন। আমাদের হত্যার হুমকিও দেওয়া হয়েছে। আমরা এর সঠিক বিচার চাই।
বলে রাখা ভালো, কয়েক বছর ধরেই নিজেকে আড়ালে রেখেছেন নায়িকা পপি। তার বিয়ে ও সন্তানের জন্মের খবর উড়ো খবর এলেও এ নিয়ে মুখ খোলেননি এই চিত্রনায়িকা।
- জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন
- বগুড়ার দুপচাঁচিয়ার শ্রেষ্ঠ অধ্যক্ষ রঞ্জন কুমার পাল
- মহেশখালীতে হচ্ছে জাপানি মডেলে ‘আদর্শ মৎস্যগ্রাম’
- বগুড়ায় পুলিশ পরিচয়ে প্রকৌশলীকে অপহরণ, যুবদল নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩
- বগুড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের দোয়া
- জয়পুরহাটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ
- নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চান প্রধান উপদেষ্টা
- বগুড়া জেলার শ্রেষ্ঠ মাদরাসা প্রধান হাফিজুর রহমান
- শিশুদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
- জি আই পণ্য ‘কচুর লতি’র নাম বদলে ‘পাঁচবিবির কচুর লতি’ করার দাবি